তিপরা মথা একক লড়াইয়ে এডিসি নির্বাচনে: প্রদ্যোতের স্পষ্ট ঘোষণা

2 Min Read
নিউজ ডেস্ক || এডিসি নির্বাচনে কোনও জোট না করে এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে তিপরা মথা পার্টি। দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় আনতে পারে।
প্রদ্যোত বলেন, মুখ্যমন্ত্রীর দাবি যে বিজেপি ২৮টি আসনেই জিতবে, তার প্রেক্ষিতে তিপরা মথা স্বতন্ত্রভাবে লড়বে। তিনি মন্তব্য করেন, “যদি বিজেপি সত্যিই ২৮টি আসনে জেতে, তাহলে জনগণই রায় দেবে তারা ২৮টি পাবে না কি মাত্র ২টি।” তিনি বিজেপির কিছু নেতা-মন্ত্রীর ভাষা ও মন্তব্যকে অসম্মানজনক বলে সমালোচনা করেন, যা জোটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছে। তিপ্রাসা চুক্তির বাস্তবায়নে রাজ্য সরকারের দ্বিচারিতাকেও কাঠগড়ায় তোলেন তিনি।
রোমান হরফে পরীক্ষা দেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার কথা জানান প্রদ্যোত। তিনি বলেন, জনজাতি ছাত্রছাত্রীরা বাংলা লিপিতে পরীক্ষা দিতে রাজি নয় এবং এডিসি এলাকায় রোমান স্ক্রিপ্টকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্তমানে ১৬৩৩টি স্কুলে নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত এই ব্যবস্থা চালু, এবং ২০২৬ থেকে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতেও প্রসারিত হবে।
বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রদ্যোত বলেন, তিপরা মথা এর বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু কিছু পক্ষ নীরব। তিনি উত্তর-পূর্বের ক্রিকেটারদের অবহেলা নিয়েও প্রশ্ন তোলেন।
এই ঘোষণা এডিসি নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলতে পারে এবং ত্রিপুরার আদিবাসী রাজনীতিতে নতুন গতিপথ নির্ধারণ করবে। জোটের ভবিষ্যত এখন জনগণের রায়ের উপর নির্ভর করছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version