তিপ্রাসা চুক্তি বাস্তবায়নে বিলম্ব, বিজেপি জোট সরকারকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি তিপরা মথার

2 Min Read

নিউজ ডেস্ক || ত্রিপুরার রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। তিপরা মথা পার্টির প্রতিষ্ঠাতা তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের উপর কৌশলী চাপ বাড়িয়েছেন। তিপ্রাসা চুক্তি বাস্তবায়নে বিলম্বের জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি জোট থেকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছেন। নিজের ফেসবুক হ্যান্ডেলে লাইভে এসে দেববর্মণ বলেন, “বিজেপি জোট সরকারে আমাদের যোগদানের শর্ত ছিল তিপ্রাসা চুক্তি বাস্তবায়নের লিখিত প্রতিশ্রুতি। আমি ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার অধিকার হারাব।” তিনি জানান, এই মনোভাব তিনি দলের মন্ত্রী ও বিধায়কদের কাছে স্পষ্ট করেছেন।

দেববর্মণ উল্লেখ করেন, চুক্তি বাস্তবায়নে ১৮ মাস ধরে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, “সাম্প্রতিক পাহেলগাঁও জঙ্গি হামলার মতো ঘটনায় কেন্দ্রের মনোযোগ অন্যদিকে থাকলেও, দিল্লির ইতিবাচক আলোচনা তৃণমূল স্তরে ফলপ্রসূ হচ্ছে না।” এছাড়া, বাংলাদেশ সীমান্ত থেকে অনুপ্রবেশ রোধে একটি বিশেষ হেল্পলাইন চালুর ঘোষণা দেন তিনি। এই হেল্পলাইনে নাগরিকরা সন্দেহজনক সীমান্ত অতিক্রমের খবর জানাতে পারবেন, এবং দলীয় কর্মীরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেবেন।

তিনি আরও বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জমি ও সম্পদ রক্ষা করতে হবে।” তিনি সাধারণ মানুষকে আইন হাতে না তুলে রাজ্যের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

যদিও রাজনৈতিক মহলের মতে, তিপরা মথা জোট ছেড়ে গেলেও বিজেপি সরকারের উপর তেমন প্রভাব পড়বে না। এক বিজেপি নেতা জানান, “আমরা সকলকে নিয়ে চলতে বিশ্বাসী। কেউ চলে গেলে তাঁকে জোর করে আটকানোর প্রয়োজন মনে করি না।”

ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এই ঘটনা নতুন মাত্রা যোগ করেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version