তিরঙ্গার ঝড়ে ধর্মনগর, সেনাবাহিনীর জয়গাথায় গর্বিত ভারত

নিউজ ডেস্ক || অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর ঐতিহাসিক সাফল্য ও পাকিস্তানের বিরুদ্ধে গৌরবময় জয়ের আনন্দে আজ ধর্মনগরে এক বিশাল তিরঙ্গা রেলির আয়োজন করা হয়। পদ্মপুর এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই রেলি ভারতীয় সেনাবাহিনীর প্রতি দেশবাসীর গর্ব, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি তুলে ধরে।
এই মহাযাত্রায় অংশ নেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্ব বন্ধু সেন। তাঁর সঙ্গে ছিলেন প্রশাসনের শীর্ষকর্তা, সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্রছাত্রীসহ সমাজের নানা স্তরের মানুষ। সবার হাতে জাতীয় পতাকা আর মুখে ছিল “জয় হিন্দ”, “ভারত মাতা কি জয়” এর মতো উদ্দীপ্ত স্লোগান।
রেলিতে উপস্থিত অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন বলেন, “অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে এমন শিক্ষা দিয়েছে, যা ইতিহাসে চিরস্মরণীয়। এই জয় কেবল সেনাবাহিনীর নয়, সমগ্র ভারতবাসীর। তাদের সাহস, বীরত্ব ও আত্মবলিদানের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই পদযাত্রার আয়োজন।”
জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তিরঙ্গার প্রতি শ্রদ্ধা এবং সেনাবাহিনীর প্রতি গর্বের প্রকাশ এই রেলিকে এক স্মরণীয় দিনে রূপ দিয়েছে। অপারেশন সিঁদুরের সাফল্য ধর্মনগরের আকাশে-বাতাসে নতুন করে দেশপ্রেমের সুর তুলেছে।
Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version