তিস্তার তীরে দুর্ঘটনা, নিখোঁজ ত্রিপুরার দুই যুবক: উদ্ধারকাজে চ্যালেঞ্জ

1 Min Read

নিউজ ডেস্ক || সিকিমের তিস্তা নদীর তীরে ভয়াবহ দুর্ঘটনায় নিখোঁজ ত্রিপুরার কৈলাসহরের দুই যুবক, স্বপ্নীল দেব (২৬) এবং দেবজ্যোতি জয়দেব (২৬)। শনিবার বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী নিখোঁজ যুবক দেবজ্যোতি জয়দেবের পরিবারের সাথে দেখা করতে তাঁর বাড়িতে যান। পরিবারের সদস্যদের সাথে কথা বলে তিনি তাঁদের প্রতি সমবেদনা ও সমর্থন জানান।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী জানান, সিকিমে ভ্রমণে গিয়ে একটি পর্যটকবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় গাড়ির চালকের মৃত্যু হয়েছে, এবং দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে, ত্রিপুরার দুই যুবক সহ মোট আটজন এখনও নিখোঁজ রয়েছেন।

তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছেন কর্মীরা। তবে, অতিসত্বর নিখোঁজদের খোঁজ পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি সরকারের কাছে দ্রুত ও কার্যকর উদ্ধারকাজের দাবি জানান।

নিখোঁজ যুবকদের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন অবস্থায় তাঁদের নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version