উত্তরবঙ্গে বন্যা দুর্দশার মধ্যে ত্রাণ নিয়ে হামলা, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক || উত্তরবঙ্গে ক্রমশ ভয়াবহ হয়ে ওঠা বন্যা পরিস্থিতির মধ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। বহু এলাকা প্লাবিত, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। এই সংকটের মুহূর্তে ত্রাণ পৌঁছে দিতে গিয়ে সাংসদ খগেন মুর্মু, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং তাঁদের সঙ্গীদের উপর “প্রাণঘাতী অস্ত্র” নিয়ে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস সমর্থিত একদল দুষ্কৃতী বলে অভিযোগ। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ত্রাণ নিয়ে যাওয়া মানুষদের উপর এভাবে হামলা চালানো লজ্জাজনক। এটা প্রমাণ করে, তৃণমূল কীভাবে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক হিংসায় মেতে আছে।” তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস জাতীয় পর্যায়ে মূল ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
ড. সাহা বলেন, “আমরা শুনেছি কলকাতা থেকে তিন-চারজন এসেছে, কিন্তু তারা কী করবে তা জানা নেই। এই সমস্ত নাটক জাতীয় পর্যায়ে নজর ঘোরানোর চেষ্টা মাত্র।” তিনি জানান, উত্তরবঙ্গের মানুষ সব দেখছে এবং সচেতন হয়ে উঠেছে। “ভোটের সময় এরা আসে, ঋণাত্মক ভোটব্যাঙ্ক নিয়ে ফিরে যায়। জনগণ এখন চিনে গেছে কে পাশে থাকে আর কে সুযোগ নিয়ে রাজনীতি করে,” বলেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও মন্তব্য করেন, “বঙ্গের বুকে পাথরের মতো চেপে বসে আছে শাসক দল তৃণমূল। এখন বঙ্গের মুক্তি পাওয়ার প্রয়োজন রয়েছে।” তাঁর এই বক্তব্যে তৃণমূলের বিরুদ্ধে তীব্র সমালোচনার সুর শোনা গেছে।
উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ত্রাণ বিতরণে বাধার এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
