নিউজ ডেস্ক || ত্রিপুরায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) করার দাবি জানিয়েছে তিপ্রা মথা। আজ দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর এই দাবি তুলে ধরেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। বৈঠকে তিপ্রা মথার পক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, বৃষকেতু দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রদ্যোত কিশোর জানান, বিহারের মতো ত্রিপুরাতেও অনুপ্রবেশকারীদের রুখতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অত্যন্ত জরুরি। তিনি বলেন, “ত্রিপুরায় অনুপ্রবেশকারীদের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে স্থানীয় নাগরিকদের বেঁচে থাকার জন্য সংঘর্ষে জড়াতে হতে পারে। এটি রাজ্য ও দেশের জন্য একটি বড় বিপদ।” তিনি আরও জানান, এই ইস্যুতে অবিলম্বে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এজন্য নির্বাচন কমিশনের কাছে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
নির্বাচন কমিশন তিপ্রা মথার প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছে যে, বিহারের মতো গোটা দেশে এবং উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরাতেও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করা হবে। প্রদ্যোত কিশোর জানান, তিপ্রা মথা একটি স্বাধীন দল এবং এই উদ্যোগে তাদের শরিক বিজেপির কোনো ভূমিকা নেই। তিনি বলেন, “অনুপ্রবেশ ইস্যুতে প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। অতীতে এই ইস্যুতে যে ভুল হয়েছে, তা যেন বর্তমানে না হয়, সেজন্য তিপ্রা মথা সব ধরনের পদক্ষেপ নেবে।”
এছাড়া, তিপ্রাসা চুক্তি প্রসঙ্গে প্রদ্যোত কিশোর বলেন, “তিপ্রাসা চুক্তির ভিত্তিতেই আমরা সরকারের সঙ্গে জোটে যোগ দিয়েছিলাম। যদি সরকার এই চুক্তি বাস্তবায়ন না করে, তাহলে জোটে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।” তিনি স্পষ্ট করেন, ত্রিপুরার স্থানীয় নাগরিকদের স্বার্থ রক্ষার জন্য তিপ্রা মথা সবসময় সোচ্চার থাকবে।