ত্রিপুরায় কৃষি বিপ্লবের নতুন দিগন্ত: প্রধানমন্ত্রীর তিন নতুন প্রকল্পের উদ্বোধন

2 Min Read
নিউজ ডেস্ক || কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আত্মনির্ভর করার লক্ষ্যে আগামী ১১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি যুগান্তকারী কৃষি প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন। এই প্রেক্ষিতে আজ ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে অংশ নেন।
বৈঠকে তিনটি জাতীয় কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এগুলো হলো—‘প্রধানমন্ত্রী ধন ধান্য কিষান যোজনা’, ‘মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস’, এবং ‘ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং’। মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, এই প্রকল্পগুলোর মাধ্যমে কৃষি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১ অক্টোবর সকাল ১০টায় জাতীয় স্তরে এই প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ত্রিপুরায় রাজ্যস্তরের প্রধান অনুষ্ঠানটি আগরতলার এ.ডি. নগরে অবস্থিত স্টেট অ্যাগ্রিকালচার রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হবে। এছাড়া, জেলা সদর, মহকুমা, এবং ব্লক পর্যায়েও এই উদ্বোধনী অনুষ্ঠান পালিত হবে।
মন্ত্রী নাথ জানান, রাজ্যস্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা উপস্থিত থাকবেন। তিনি বলেন, “এই প্রকল্পগুলোর মূল লক্ষ্য হলো যেসব অঞ্চলে কৃষি উৎপাদন কম এবং কৃষিজীবীর সংখ্যা তুলনামূলকভাবে কম, সেসব এলাকাকে কৃষিতে স্বনির্ভর করা।” ত্রিপুরার উত্তর জেলা এই উদ্যোগের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে।
আজকের ভিডিও কনফারেন্সে সমস্ত রাজ্যের কৃষি মন্ত্রীদের সঙ্গে জৈব ও প্রাকৃতিক চাষ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। রাজ্যস্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও সাংসদ, বিধায়ক, কর্পোরেটর, সভাধিপতি, সরকারি আধিকারিক, শ্রেষ্ঠ এফপিও ও এফপিসি প্রতিনিধি এবং প্রাকৃতিক কৃষিতে নিযুক্ত কৃষকরা উপস্থিত থাকবেন।
এই প্রকল্পগুলো ত্রিপুরার কৃষি ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করবে এবং কৃষকদের আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version