নিউজ ডেস্ক || ত্রিপুরা সিভিল সার্ভিস (টিসিএস) অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এডি নগরের ৩৯ নং ওয়ার্ডে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই কর্মসূচির মাধ্যমে অফিসাররা সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এই ওয়ার্ডে বিভিন্ন সময়ে নানা কার্যক্রম চালানো হয়েছে। তিনি বলেন, “স্বামীজির প্রতিটি কথা আমাদের উদ্বুদ্ধ করে, বিশেষ করে যুব সমাজকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন।” টিসিএস অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে প্রশংসা করে তিনি উল্লেখ করেন, অফিসাররা বিপর্যয়ের সময়ে ১৪ লক্ষ টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছেন এবং স্বেচ্ছা রক্তদান, গরীব শিক্ষার্থীদের সাহায্য সহ বিভিন্ন স্তরে মানুষের জন্য কাজ করছেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “মানুষের সমস্যার সময়ে যখন কেউ এগিয়ে আসেন তিনিই সত্যিকারের বন্ধু।” এই ধরনের উদ্যোগ অন্যান্য সংস্থাকে উদ্বুদ্ধ করবে এবং সরকারের কাজকে সহজতর করবে, কারণ একা সরকার সবকিছু করতে পারে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম সাহা, সমাজসেবী শ্যামল কুমার দেব, কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা।
এই ঘটনা ত্রিপুরায় প্রশাসনিক অফিসারদের মানবিক দিককে তুলে ধরেছে, যা প্রধানমন্ত্রীর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ ভাবনার সঙ্গে সংগতিপূর্ণ। ভবিষ্যতে এমন আরও উদ্যোগ সমাজের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।
