ত্রিপুরায় পিএসইউগুলির আর্থিক স্বনির্ভরতায় জোর: মুখ্যমন্ত্রী মানিক সাহা

1 Min Read
নিউজ ডেস্ক || ত্রিপুরা ফরেষ্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশনের (টিএফডিপিসি) পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যের পাবলিক সেক্টর আন্ডারটেকিংস (পিএসইউ)গুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করার উপর জোর দিয়েছেন। সচিবালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সভায় তিনি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে নতুন চিন্তাভাবনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার প্রতিটি পিএসইউকে আর্থিক স্বাবলম্বী করে তুলতে চেষ্টা করছে। তিনি জানান, স্থানীয় কাঁচামাল ব্যবহার করে বিভিন্ন পণ্য উৎপাদনে জোর দেওয়া দরকার। “পিএসইউগুলি লাভবান সংস্থায় পরিণত হলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে,” বলে মন্তব্য করেন তিনি। এছাড়া, গুণমানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে বহিরাজ্যে চাহিদা তৈরির সম্ভাবনা উল্লেখ করেন। বিশেষভাবে, রাজ্যে একটি টায়ার উৎপাদন কারখানা স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করেন মুখ্যমন্ত্রী, যা রাবার চাষ ও রাবারভিত্তিক শিল্পকে উন্নীত করবে।
বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা টিএফডিপিসির কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং সমস্যা সমাধানে সময়োপযোগী পদক্ষেপের পরামর্শ দেন। সভায় উপস্থিত ছিলেন কর্পোরেশনের চেয়ারম্যান প্রমোদ রিয়াং, মুখ্যসচিব জে কে সিনহা, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা।
এই উদ্যোগ রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকারের পরবর্তী পদক্ষেপ হিসেবে রাবারভিত্তিক শিল্প স্থাপন এবং পণ্য উৎপাদনের নতুন প্রকল্পগুলি বাস্তবায়িত হতে পারে, যা স্থানীয় কর্মসংস্থান বাড়াবে এবং রাজ্যের আর্থিক স্বনির্ভরতাকে শক্তিশালী করবে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version