ত্রিপুরায় বিনিয়োগের নতুন দিগন্ত: বেদান্ত গ্রুপের ৫০,০০০ কোটি টাকার ঘোষণা

By onlinenews tripura 1 Min Read

নিউজ ডেস্ক || তিন দিনের আসাম বিজনেস সামিট থেকে ত্রিপুরা বড়সড় লাভবান হয়েছে, কারণ দেশের অন্যতম খনিজ শিল্পপ্রতিষ্ঠান বেদান্ত গ্রুপ রাজ্যের তেল ও গ্যাস খাতে আসামসহ ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

গুয়াহাটিতে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসাম বিজনেস সামিট-এ বেদান্ত গ্রুপের চেয়ারম্যান অনিল আগরওয়াল এই পরিকল্পনার কথা প্রকাশ করেন। তিনি জানান, আগামী ৩-৪ বছরের মধ্যে আসাম ও ত্রিপুরার তেল-গ্যাস খাতে এই বিপুল বিনিয়োগ করা হবে।

তিনি বলেন, “আসামে প্রাকৃতিক সম্পদের অফুরন্ত সম্ভাবনা রয়েছে এবং এটি বিশ্বের অন্যতম বৃহৎ মেগা বেসিনে পরিণত হতে পারে। আমরা আসামের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই।” তিনি আরও জানান, গ্রুপের একটি সংস্থা, কেয়ার্ন অয়েল অ্যান্ড গ্যাস ইতিমধ্যেই আসাম ও ত্রিপুরায় ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

এছাড়াও, ত্রিপুরায় টাটা গ্রুপের বিনিয়োগের সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা টাটা সন্সের চেয়ারম্যান Natarajan Chandrasekaran-এর সাথে সাক্ষাৎ করে তাকে রাজ্যে আমন্ত্রণ জানান। এতে ভবিষ্যতে রাজ্যে টাটা গ্রুপের বিনিয়োগের সম্ভাবনা বেড়েছে।

এই বিনিয়োগ ত্রিপুরার অর্থনৈতিক বিকাশের গতি বাড়াবে বলে মনে করা হচ্ছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version