ত্রিপুরায় ভারী বৃষ্টি ও প্লাবনে জলমগ্ন আগরতলা, উদ্ধারকাজে তৎপর প্রশাসন

2 Min Read

নিউজ ডেস্ক || টানা ভারী বৃষ্টিপাতের জেরে ত্রিপুরার রাজধানী আগরতলাসহ পশ্চিম ত্রিপুরা জেলার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। প্লাবনের কারণে বহু মানুষ নিজ নিজ বাড়িতে আটকে পড়েছেন। এই সংকটময় পরিস্থিতিতে সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে আশ্বস্ত করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন।

তিনি জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন স্থানে বৃষ্টিজনিত ও প্লাবিত পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে। উদ্ধারকাজসহ সমস্ত বিষয়ে সমন্বয় বজায় রাখা হচ্ছে। পশ্চিম ত্রিপুরা জেলার প্লাবিত এলাকাগুলিতে বর্তমানে ১৮টি উদ্ধারকারী দল কাজ করছে, যার মধ্যে রয়েছে এসডিআরএফ/এনডিআরএফ-এর ৩টি টিম, আসাম রাইফেলস-এর ২টি টিম, পুর নিগমের ২টি টিম, ফায়ার সার্ভিস, স্কাউটস অ্যান্ড গাইডস, সিভিল ভলেন্টিয়ার্স এবং এনসিসি ক্যাডেটদের সমন্বয়ে গঠিত দল।

বিপ্লব দেব জানান, শ্রীলঙ্কা বস্তি, বলদাখাল, প্রতাপগড়, এএমসি-র রাধানগর (২১ নম্বর ওয়ার্ড)-সহ অধিক প্লাবিত অঞ্চল থেকে ইতিমধ্যে ১ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। সদর মহকুমায় ২৪টি এবং জিরানিয়া মহকুমায় ৪টি, মোট ২৮টি সরকারি শেল্টার হাউজে প্রায় ১৩০০ পরিবার আশ্রয় নিয়েছে।

রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও পরিস্থিতি অনুযায়ী প্রশাসনের তরফ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। সাধারণ নাগরিকদের উদ্দেশে সাংসদ আহ্বান জানিয়েছেন, কেউ যেন আতঙ্কিত না হন। যেকোনো প্রয়োজনীয় সহায়তার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি। একইসঙ্গে সকলকে পারিপার্শ্বিক পরিস্থিতির প্রতি সতর্ক থেকে নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version