ত্রিপুরায় ‘রান ফর টি ২০২৫’: চা শিল্পের উন্নয়নে দৌড় প্রতিযোগিতা

2 Min Read
নিউজ ডেস্ক || ত্রিপুরা চা শিল্পের সার্বিক উন্নয়ন এবং ‘ত্রিপুরার চা’-কে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে ‘রান ফর টি ২০২৫’ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভারতীয় চা পর্ষদের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানটি আগামী ১৭ ডিসেম্বর সকাল ৬টা ৩০ মিনিটে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শুরু হবে।
প্রতি বছরের মতো এবারও ছেলে-মেয়েদের জন্য পৃথকভাবে ৩ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হবে। আয়োজকদের অনুমান অনুযায়ী, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন অংশগ্রহণ করবেন। উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের যথাক্রমে ৫,০০০, ৩,০০০ এবং ২,০০০ টাকা নগদ পুরস্কার সহ সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া, আরও ১০ জনকে ১,০০০ টাকা করে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে একটি ওপেন র‍্যালিও থাকবে, যাতে প্রায় ২,০০০ নাগরিক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিল্প দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সভাপতিত্ব করবেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ।
এই অনুষ্ঠান চা শিল্পের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াবে। আয়োজকরা মিডিয়া প্রতিনিধিদের কভারেজের জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন, যাতে রাজ্যের সর্বস্তরের মানুষ এতে যুক্ত হন। এর মাধ্যমে ত্রিপুরার চা শিল্পের অর্থনৈতিক সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version