নিউজ ডেস্ক || আগামী রবিবার থেকে ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হচ্ছে তিন দিনের রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রবিবার বিকেল পাঁচটায়।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন জানিয়েছে, এই প্রতিযোগিতায় রাজ্যের আটটি জেলা থেকে অ্যাথলিটরা অংশগ্রহণ করবেন। এছাড়াও ত্রিপুরা পুলিশ, স্পোর্টস স্কুল এবং SAI-SAG-এর অ্যাথলিটরাও এই চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এই আয়োজন ত্রিপুরার ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি রাজ্যের অ্যাথলেটিক্স ক্রীড়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশাবাদী।
