নিউজ ডেস্ক || প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএমের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, সিপিআইএমের পার্টি অফিস বন্ধ করে তাঁদের চীনে চলে যাওয়া উচিত। তাঁর মতে, ত্রিপুরার জনগণ এই দলের জন্য কোনো স্থান রাখেনি।
বিপ্লব কুমার দেব অভিযোগ করেন, পূর্বতন সিপিআইএম সরকার জনগণের জন্য কোনো কাজ করেনি। বরং, তাঁরা সারাদিন চাঁদা তুলে নিজেদের স্বার্থসিদ্ধি করতেন। তিনি আরও বলেন, “গোটা দেশে নকশালপন্থীদের নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সিপিআইএম তাঁদের পক্ষে বিবৃতি জারি করে। লজ্জা থাকলে তাঁদের পার্টি অফিস বন্ধ করে চীনে চলে যাওয়া উচিত।”
তাঁর এই বক্তব্য ত্রিপুরার রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। সিপিআইএমের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
