ত্রিপুরার উন্নয়নে নিরলস প্রয়াস, মুখ্যমন্ত্রীর হাত ধরে গঙ্গানগরে নতুন প্রকল্পের সূচনা

2 Min Read

ধলাই সফরে মুখ্যমন্ত্রী: গঙ্গানগরে ৪২ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, ADC-র জন্য ১৭০ কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ

নিউজ ডেস্ক || রবিবার ধলাই জেলার গঙ্গানগরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। এদিন তিনি গঙ্গানগরে প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কেন্দ্র এবং উপজাতি ছাত্রীদের জন্য একটি হোস্টেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া, গঙ্গানগর বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ৪২ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি অর্থবছরে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের (ADC) উন্নয়নের জন্য ৭,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া, বাজেটের বাইরে ADC-র জন্য অতিরিক্ত ১৭০ কোটি টাকা প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত রাজ্যব্যাপী প্রায় ৭০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড্রাগের বিরুদ্ধে রাজ্য সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। ড্রাগ ব্যবসায়ীদের জেলে যেতেই হবে।” তিনি বিশেষ করে জনজাতি যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।

মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার এই সফর ও উদ্যোগ ত্রিপুরার উন্নয়ন ও সামাজিক কল্যাণে রাজ্য সরকারের প্রতিশ্রুতি পুনরায় স্পষ্ট করেছে। গঙ্গানগরের এই নতুন প্রকল্পগুলি এলাকার অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version