“ছোট্ট রাজস্মিতার বড় জয়, ত্রিপুরার গর্ব আকাশে উড়ছে!”
নিউজ ডেস্ক || ত্রিপুরার সেকেরকোট গ্রামের আট বছরের ক্ষুদে প্রতিভা রাজস্মিতা দাস কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আকাশ ৮-এর রিয়েলিটি শো “আকাশে সুপারস্টার”-এ অসাধারণ প্রতিভার পরিচয় দিয়ে বিজয়ীর ট্রফি ঘরে তুলেছে। রাজীব দাস ও দেবস্মিতা দত্তের এই কন্যা ছোট্ট বয়সে বড়দের সঙ্গে প্রতিযোগিতায় নেমে ত্রিপুরার জন্য গর্বের মুহূর্ত এনে দিয়েছে।
ফাইনালে রাজস্মিতার গাওয়া গানটি ছিল তার মা দেবস্মিতা দত্তের শৈশবের গুরু মিতালী ঘোষের স্মৃতির প্রতি উৎসর্গ। এই গানে সে এমন জাদু ছড়িয়েছে যে বিচারকরা মুগ্ধ হয়ে বলেছেন, “মনে হচ্ছে এই গান যেন তোর নিজের!” স্ট্যান্ডিং ওভেশনের সঙ্গে তারা আরো বলেন, “এই বয়সে এমন গান গাইছিস, সত্যিই অসাধারণ। মার্কস এই গানের সামনে ছোট হয়ে গেছে।” রাজস্মিতার কণ্ঠে গান শুনে আকাশ ৮-এর মঞ্চে উপস্থিত সকলের মন জয় করে নিয়েছে এই ক্ষুদে শিল্পী।
রাজস্মিতার এই সাফল্যে তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং সমগ্র ত্রিপুরাবাসীর আশীর্বাদ ও সমর্থন রয়েছে বলে জানিয়েছেন তার বাবা-মা। তারা বলেন, “আমরা ত্রিপুরার মাটিতে জন্ম নিয়ে গর্বিত, আর রাজস্মিতা আমাদের সেই গর্বকে আরো উজ্জ্বল করেছে।” পরিবারের পক্ষ থেকে সমস্ত ত্রিপুরাবাসী এবং মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা আরো আশীর্বাদ কামনা করেছেন, যাতে রাজস্মিতা ত্রিপুরার নামকে বিশ্বের দরবারে আরো উঁচুতে তুলতে পারে।
রাজস্মিতার এই জয় শুধু তার পরিবারের নয়, সমগ্র ত্রিপুরার জন্য একটি উজ্জ্বল পলক। তার এই অদম্য চেষ্টা ও প্রতিভা প্রমাণ করে দিয়েছে, সঠিক উদ্দেশ্য আর কঠোর পরিশ্রম থাকলে যেকোনো সাফল্য অর্জন করা সম্ভব। ত্রিপুরার এই ক্ষুদে তারকার পথচলা এখন সবার জন্য প্রেরণার উৎস হয়ে উঠেছে।