ত্রিপুরার গৌরব! গোমতী ও গঙ্গানগর প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠত্ব পুরস্কারে সম্মানিত

2 Min Read

গোমতী ও ধলাই জেলার গঙ্গানগর ব্লক প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠত্ব পুরস্কার ২০২৪-এ ভূষিত

নিউজ ডেস্ক || সিভিল সার্ভিস দিবস উপলক্ষে ত্রিপুরার গোমতী জেলা এবং ধলাই জেলার গঙ্গানগর ব্লক প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠত্ব পুরস্কার ২০২৪-এ সম্মানিত হয়েছে। আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেন।

গোমতী জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর তরিৎ কান্তি চাকমা ‘জেলার সার্বিক উন্নয়ন’ বিভাগে এই সম্মান অর্জন করেছেন। অন্যদিকে, ধলাই জেলার গঙ্গানগর ব্লক ‘অ্যাস্পিরেশনাল ব্লক প্রোগ্রাম’ বিভাগে পুরস্কৃত হয়েছে। গঙ্গানগরের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ধলাই জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর সাজু ওয়াহিদ।

মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহা সামাজিক মাধ্যমে এই অর্জনকে স্বাগত জানিয়ে বলেন, “এই সাফল্য ত্রিপুরার জন্য গর্বের মুহূর্ত। গোমতী ও গঙ্গানগরের এই কৃতিত্ব রাজ্যের উন্নয়নের পথে একটি মাইলফলক।”

গঙ্গানগরের উল্লেখযোগ্য অর্জন

একটি ভিডিও উপস্থাপনায় দেখানো হয়েছে যে, গঙ্গানগর ব্লকে ২২০০-এর বেশি ঘর সিএইচজি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে এবং ১০০% সিএইচজি-কে ঘূর্ণায়মান তহবিল প্রদান করা হয়েছে। এছাড়া, ১৬০০টি বাড়ি নির্মাণ করা হয়েছে এবং গর্ভবতী মায়েদের ১০০% সম্পূরক পুষ্টি বিতরণ করা হয়েছে। ব্লকটি ডিজিটাল বোর্ড এবং ই-লার্নিংয়েও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

প্রধানমন্ত্রীর পুরস্কার প্রকল্প

পিআইবি প্রেস রিলিজ অনুসারে, জনপ্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য প্রধানমন্ত্রীর পুরস্কার স্কিম জনকল্যাণে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জেলা ও সংস্থাগুলির অসাধারণ কাজের স্বীকৃতি দেয়। ২০২৪ সালের জন্য ১৫৮৮টি মনোনয়ন থেকে ১৪টি পুরস্কারপ্রাপ্ত বাছাই করা হয়েছে। পুরস্কারের মধ্যে রয়েছে ট্রফি, স্ক্রোল এবং ২০ লক্ষ টাকার প্রণোদনা, যা পুরস্কৃত জেলা বা সংস্থা জনকল্যাণমূলক প্রকল্পে ব্যবহার করবে।

এই অর্জন ত্রিপুরার প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়নের প্রতিশ্রুতির উজ্জ্বল প্রমাণ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version