ত্রিপুরার পঞ্চায়েতি রাজের জয়যাত্রা: পশ্চিম মজলিশপুরের গৌরবময় অর্জন

1 Min Read

ত্রিপুরার পঞ্চায়েতি রাজে নতুন মাইলফলক, পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত জাতীয় স্তরে দ্বিতীয়

নিউজ ডেস্ক || ত্রিপুরার পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আরও একটি গৌরবময় অধ্যায় যোগ করলো। জিরানিয়া আর ডি ব্লকের অন্তর্গত পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের ক্ষেত্রে অসামান্য কাজের জন্য জাতীয় স্তরে দ্বিতীয় স্থান অর্জন করেছে। দেশের বিভিন্ন রাজ্যের পঞ্চায়েতগুলির সঙ্গে প্রতিযোগিতায় এই অভূতপূর্ব সাফল্য ত্রিপুরার প্রশাসনিক দক্ষতার উজ্জ্বল প্রমাণ।

আগামী ৯ ও ১০ জুন, ২০২৫ তারিখে বিশাখাপট্টনামে অনুষ্ঠিতব্য ই-গভর্নেন্স বিষয়ক জাতীয় সম্মেলনে পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েতকে পদক, শংসাপত্র এবং নগদ পাঁচ লক্ষ টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হবে। এই পুরস্কার প্রদান করছে কেন্দ্রীয় সরকারের Ministry of Personnel, Public Grievances and Pensions (MoPPGP) এর অধীনস্থ Department of Administrative Reforms and Public Grievances (DARPG)।

উল্লেখযোগ্য, গত বছর ত্রিপুরা পঞ্চায়েতি রাজ ব্যবস্থাপনায় উৎকর্ষতার জন্য বিভিন্ন বিভাগে মোট সাতটি জাতীয় পুরস্কার অর্জন করেছিল, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। এই সাফল্য ত্রিপুরার তৃণমূল পর্যায়ে সুশাসন ও জনকল্যাণমুখী উদ্যোগের প্রতিফলন। পশ্চিম মজলিশপুরের এই অর্জন রাজ্যের জন্য আরও একটি গর্বের মুহূর্ত।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version