নিউজ ডেস্ক || ত্রিপুরার বিচার ব্যবস্থা দেশের ছোট রাজ্যগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট ২০২৫-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ত্রিপুরার বিচার ব্যবস্থা দেশের ছোট রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। এই অসাধারণ সাফল্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বিচার বিভাগের সঙ্গে যুক্ত বিচারক, জুডিশিয়াল অফিসার, আদালতের কর্মচারী এবং বার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই সাফল্য সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।
ইন্ডিয়া জাস্টিস রিপোর্টটি বিচার প্রক্রিয়া, পুলিশ, কারাবিভাগ এবং আইনী সহায়তা—এই চারটি বিষয়ের উপর ভিত্তি করে প্রকাশিত হয়। টাটা ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্স এবং কমনওয়েলথ হিউম্যান রাইটসের সহযোগিতায় এই প্রতিবেদন তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, এই স্বীকৃতি রাজ্যের বিচার ব্যবস্থায় জনগণের আস্থাকে আরও দৃঢ় করবে। তিনি এই অর্জনকে ত্রিপুরার জন্য গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেন।