নিউজ ডেস্ক || আগামী ২৩ এপ্রিল ২০২৫, বুধবার ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (টিবিজেইই) পরিচালিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এ বছর রাজ্যের ১৫টি পরীক্ষা কেন্দ্রে মোট ৫২৯৬ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। এদের মধ্যে ২৫১৫ জন ছাত্র এবং ২৭৮১ জন ছাত্রী রয়েছেন।
টিবিজেইই-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের মধ্যে ৬৪৪ জন পি.সি.এম. (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স) গ্রুপ, ৩০৪৮ জন পি.সি.বি. (ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি) গ্রুপ এবং ১৬০৪ জন উভয় গ্রুপের জন্য আবেদন করেছেন। পরীক্ষার জন্য পশ্চিম ত্রিপুরা জেলায় আটটি কেন্দ্র এবং রাজ্যের অন্যান্য জেলাগুলিতে একটি করে মোট ১৫টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।