নিউজ ডেস্ক || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নে অভূতপূর্ব প্রচেষ্টার কথা তুলে ধরে ত্রিপুরা বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য বলেছেন, স্বাধীনতার পর থেকে কংগ্রেস সরকার উত্তরপূর্বাঞ্চলকে যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য ক্ষেত্রে উপেক্ষা করেছে। তবে, মোদী সরকারের আমলে এই অঞ্চলের বিকাশে অফুরন্ত প্রয়াস চালানো হচ্ছে। এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি করেন।
রাজীব ভট্টাচার্য্য জানান, ত্রিপুরা দেশের তৃতীয় পূর্ণ সাক্ষর রাজ্য হিসেবে শিরোপা অর্জন করেছে। সাধারণ গণিত, ব্যাংকিং ও ডিজিটাল সাক্ষরতার ক্ষেত্রে ভারত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’ দৃষ্টিভঙ্গির মাধ্যমে ‘বিকশিত ত্রিপুরা’ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও জানান, রাজ্যে ‘উল্লাস-নব ভারত সাক্ষরতা কর্মসূচি’র অধীনে ১৫ বছর বা তার বেশি বয়সের অসাক্ষর নাগরিকদের সাক্ষর করার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করেছেন। এই মহাযজ্ঞকে সফল করার জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান এবং বলেন, “এঁরা সকলেই আমাদের সাক্ষরতার সৈনিক। নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করে তাঁরা এই অভিযানকে সাফল্যমণ্ডিত করেছেন।” এছাড়াও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভট্টাচার্য্য আরও উল্লেখ করেন, কংগ্রেস সরকারের আমলে উত্তরপূর্বাঞ্চলকে সব দিক থেকে বঞ্চিত করা হয়েছিল। এমনকি, নরেন্দ্র মোদী ব্যতীত অন্য কোনো প্রধানমন্ত্রী এই অঞ্চলে প্রবাস করেননি। তবে, মোদী সরকারের নেতৃত্বে উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নে নিরন্তর প্রচেষ্টা চলছে, যা ত্রিপুরার সাক্ষরতা ও সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনেছে।