ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের জনসভা

By onlinenews tripura 1 Min Read

নিজস্ব প্রতিনিধি || বিজেপি সরকারের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের গণতান্ত্রিক লড়াইকে শক্তিশালী করতে ত্রিপুরার রাজধানী আগরতলায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। ‘জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান’ কর্মসূচির অংশ হিসেবে শহরের ওরিয়েন্ট চৌমুহনীতে আয়োজিত এই জনসভায় কংগ্রেস সমর্থকরা দলে দলে যোগ দেন।

সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বিরজিত সিনহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাসসহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। এছাড়াও দিল্লি থেকে আগত সর্বভারতীয় সেবাদলের সভাপতি লালজি দেসাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

লালজি দেসাই মোদী সরকারের বিরুদ্ধে সংবিধান বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে বলেন, “মোদী সরকার সংবিধানের অপমান করতে কখনো পিছপা হয় না। দেশের জনগণের অধিকার রক্ষার বদলে সরকার কর্পোরেট স্বার্থ রক্ষা করছে।”

তিনি আম্বানি-আদানী মডেলের প্রসঙ্গ তুলে বলেন, “ত্রিপুরার জনগণকে সতর্ক থাকতে হবে। কর্পোরেট একাধিপত্য দেশের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করছে এবং সাধারণ মানুষের স্বার্থ বিঘ্নিত হচ্ছে।”

এদিনের জনসভায় কংগ্রেস নেতৃত্ব বিজেপি সরকারের বিরুদ্ধে নির্যাতন ও সংবিধান বিরোধী কার্যকলাপের তীব্র সমালোচনা করেন এবং সাধারণ মানুষকে গণতান্ত্রিক লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান। জনসাধারণের ব্যাপক উপস্থিতি ও তাঁদের উচ্ছ্বাস কংগ্রেসের সংগঠনিক শক্তির প্রকাশ ঘটায়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version