ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযথ মর্যাদায় পালন করল ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মজয়ন্তী

1 Min Read
নিউজ ডেস্ক || ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোমবার সকালে আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে দলের নেতা-কর্মীরা প্রয়াত নেত্রীর প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং তাঁর অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপালচন্দ্র রায় এবং দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এরপর কংগ্রেস নেতৃবৃন্দ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ‘লৌহ মানবী’ নামে পরিচিত ছিলেন। তিনি ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দেশকে সুনামের সঙ্গে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি সংহতির প্রতীক ছিলেন। তাঁর আত্মবলিদান আজও দেশবাসীর হৃদয়ে অমলিন। দেশে সন্ত্রাস দমনে তাঁর যে দৃঢ় ভূমিকা ছিল, তা আজও সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক।”
কংগ্রেস নেতারা জানান, দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্রের রক্ষাকবচ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইন্দিরা গান্ধীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
ইন্দিরা গান্ধী ১৯১৭ সালের ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেন এবং ১৯৬৬ থেকে ১৯৭৭ এবং পরবর্তীতে ১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তিনি নিহত হন।
এই জন্মজয়ন্তী উদযাপনের মধ্যে দিয়ে ত্রিপুরা কংগ্রেস ইন্দিরা গান্ধীর আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version