নিউজ ডেস্ক || ত্রিপুরার রাজ্য-রাজনীতিতে উত্তেজনার পারদ চরমে পৌঁছানোর মধ্যে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর-পূর্বাঞ্চল সংযোজক তথা সাংসদ ডাঃ সম্বিত পাত্র, রাজ্য প্রভারী ডঃ রাজদীপ রায় সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। আসন্ন নির্বাচন, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য বলেন, “ইতিমধ্যে শান্তিরবাজারের ঘটনার পর বিজেপির শরিক দলের প্রধানের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার। প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে শরিক দলের সাথে আলোচনা চলছে।” তিনি আরও জানান, সিভিল সোসাইটির ডাকা বনধ এবং শান্তিরবাজারের ঘটনার তীব্র নিন্দা করেছে শাসক দল বিজেপি।
বিজেপি সরকারের লক্ষ্যমাত্রা হিসেবে রাজীব ভট্টাচার্য উল্লেখ করেন, “জাতি-জনজাতিদের নিয়ে ‘এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ে তোলা।” এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার কথা তুলে ধরে বলেন, “প্রতিনিয়ত প্রধানমন্ত্রী জনজাতিদের উন্নয়নে একাধিক প্রকল্প গ্রহণ করেছেন এবং আগামী দিনেও গ্রহণ করবেন।” আজকের বৈঠকে আগামী দিনের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি ও কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।
রাজ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শরিক দলগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে আসন্ন নির্বাচনে শক্তিশালী অবস্থান গড়ে তোলাই বিজেপির প্রধান লক্ষ্য বলে সূত্রের খবর।
