নিউজ ডেস্ক || ত্রিপুরা রাজ্য বিজেপির সভাপতি এবং ধরমনগর লোকসভা কেন্দ্রের সাংসদ রাজীব ভট্টাচার্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আগরতলার আইএলএস হাসপাতালে ভর্তি। বুকে তীব্র ব্যথার কারণে হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়ে এবং জরুরি ভিত্তিতে এঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন এবং অবস্থা স্থিতিশীল।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই সাংসদ বুকে ব্যথা অনুভব করছিলেন। শুক্রবার অবস্থার অবনতি ঘটলে তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা হৃদযন্ত্রে ব্লকেজ শনাক্ত করেন এবং তড়িঘড়ি এঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। পদ্ধতিটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
খবর পাওয়া মাত্র হাসপাতালে ছুটে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে সাংসদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, “রাজীব ভট্টাচার্যের অবস্থা বর্তমানে স্থিতিশীল। এঞ্জিওপ্লাস্টি সফল হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিছুদিন ধরেই তিনি বুকে ব্যথায় ভুগছিলেন। প্রয়োজন হলে পরিবারের সঙ্গে আলোচনা করে বাইরের রাজ্যেও নিয়ে যাওয়া হতে পারে।”
রাজ্য বিজেপির অন্যতম প্রধান মুখ রাজীব ভট্টাচার্যের এই অসুস্থতা দলের অন্দরে উদ্বেগ সৃষ্টি করেছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে তাঁর অনুপস্থিতি দলের সাংগঠনিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৪৮-৭২ ঘণ্টা গুরুত্বপূর্ণ। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে তবেই তাঁকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হবে। রাজ্যের রাজনৈতিক মহল তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে।
