ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উন্নত চিকিৎসার জন্য ব্যাঙ্গালুরুতে স্থানান্তর

1 Min Read
ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের (৭০) স্বাস্থ্যের অবনতির কারণে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ব্যাঙ্গালুরুর হেব্বাল এস্টার সিএমআই হাসপাতালে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। গত ৮ আগস্ট আগরতলা রেলওয়ে স্টেশনে ট্রেনে ভ্রমণের সময় শৌচালয়ে গিয়ে হঠাৎ জ্ঞান হারানোর পর তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে। প্রাথমিকভাবে ত্রিপুরা মেডিকেল কলেজ (টিএমসি) হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাঁকে আইএলএস হাসপাতালে স্থানান্তর করা হয়।
আইএলএস হাসপাতালের মেডিকেল বুলেটিন অনুযায়ী, শ্রী সেনের জরুরি মস্তিষ্কের অস্ত্রোপচার সম্পন্ন হয়, যাতে মস্তিষ্কে জমে থাকা রক্ত অপসারণ ও চাপ কমানো হয়। অস্ত্রোপচারের পর তাঁকে সার্জিক্যাল আইসিইউ-তে রাখা হয়। ৯ আগস্ট তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন এবং তাঁর রক্তচাপ স্থিতিশীল ছিল।
মুখ্যমন্ত্রীর উদ্যোগে দিল্লির এইমস থেকে দুই বিশিষ্ট চিকিৎসক—নিউরোলজিস্ট ডা. রাজেশ কুমার সিং ও নিউরোসার্জন ডা. রমেশ শরণাপ্পা দোড্ডামানি—আগরতলায় এসে তাঁর অবস্থা পর্যালোচনা করেন। তাঁরা টিএমসি ও আইএলএস হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করেন।
তবে, সাম্প্রতিক পরীক্ষায় শ্রী সেনের মস্তিষ্কে পুনরায় রক্তক্ষরণ ধরা পড়ে। যদিও তাঁর অবস্থা স্থিতিশীল, পরিবারের উদ্বেগ ও উন্নত চিকিৎসার প্রয়োজনে রাজ্য সরকারের সহযোগিতায় তাঁকে ব্যাঙ্গালুরুতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ এই প্রক্রিয়ায় সকল পদক্ষেপ নিশ্চিত করেছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version