নিউজ ডেস্ক || আজ ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর এবং বন দপ্তরের সঙ্গে পতঞ্জলি যোগপীঠ ট্রাস্টের মধ্যে দুটি সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরিত হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার উপস্থিতিতে এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ প্রসার এবং বন ও কৃষি ভিত্তিক ভ্যালু চেইন উন্নয়নের লক্ষ্যে চুক্তি হয়। পতঞ্জলি প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানা গেছে।
অনুষ্ঠানটি ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশনের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। শিল্প দপ্তরের পক্ষে অধিকর্তা ড. দীপক কুমার এবং বন দপ্তরের পক্ষে প্রধান মুখ্য বনসংরক্ষক আর. কে. সামাল স্বাক্ষর করেন। পতঞ্জলির পক্ষে সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালাকৃষ্ণ স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী সান্তনা চাকমা, মুখ্যমন্ত্রীর ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জী সহ অন্যান্য আধিকারিক এবং পতঞ্জলির প্রতিনিধিরা।
মুখ্যমন্ত্রী মানিক সাহা সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নিউ ইন্ডিয়া’ দৃষ্টিভঙ্গী অনুসরণ করে রাজ্য সরকার ‘নিউ ত্রিপুরা’ গড়তে কাজ করছে। তিনি উল্লেখ করেন, রাজ্যের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়ন ত্বরান্বিত করা হবে এবং ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মূলমন্ত্রে অগ্রসর হবে। পতঞ্জলির সহায়তায় ত্রিপুরা ‘জৈব রাজ্য’ হিসেবে গড়ে উঠতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
আচার্য বালাকৃষ্ণ বলেন, পতঞ্জলি কৃষি, ধর্মীয় পর্যটন, তথ্য প্রযুক্তি এবং দক্ষতা উন্নয়ন ক্ষেত্রে সহায়তা করবে। এই মউ রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে।
আগামী দিনে এই চুক্তি ত্রিপুরাকে একটি মডেল রাজ্য হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে, যা উত্তর-পূর্ব ভারতের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
