ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরে আমিষ খাদ্যে নিষেধাজ্ঞা

1 Min Read

নিউজ ডেস্ক || ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরে কঠোর নিরামিষ খাদ্যনীতি কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ঘোষণা করেছেন যে শীঘ্রই প্রশাসনিক নির্দেশ জারি করা হবে, যেখানে মন্দির সংলগ্ন এলাকায় শুধুমাত্র নিরামিষ খাদ্য পরিবেশনের অনুমতি থাকবে।

মন্ত্রী আরও জানিয়েছেন, মন্দির এলাকা এবং তার আশপাশে কোনো অবৈধ বা অস্বাস্থ্যকর কার্যকলাপ বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই ত্রিপুরেশ্বরী মন্দিরের আধুনিকীকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই কাজ শেষ হলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবনির্মিত মন্দির কমপ্লেক্সের উদ্বোধন করবেন।

উদ্বোধনের পরই মন্দির সংলগ্ন হোটেল ও রেস্তোরাঁয় সম্পূর্ণভাবে আমিষ খাদ্য নিষিদ্ধ করা হবে। জেলা প্রশাসন ও মন্দির কমিটির সমন্বয়ে সরকারের এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই করা হবে বলে জানা গেছে। তবে হোটেল ও রেস্তোরাঁ মালিকরা এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ এটি তাদের ব্যবসার ওপর বড় প্রভাব ফেলতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version