ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক, পালাল বোলেরো গাড়ি

By onlinenews tripura 1 Min Read

নিজস্ব প্রতিনিধি || মধুপুর সিনেমা হলের সামনে কমলাসাগর রাস্তার মাতা সড়কে শুক্রবার সকালে এক ত্রিমুখী সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির বোলেরো গাড়ির ধাক্কায় এক বাইক চালক গুরুতর আহত হন, তবে দুর্ঘটনার পরপরই বোলেরো গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, TR07E6977 নম্বরের পালসার বাইক চালিয়ে এক যুবক মধুপুরের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে, ফলে বাইকটি ছিটকে গিয়ে TR07F0606 নম্বরের মারুতি সুজুকি গাড়ির পেছনে ধাক্কা খায়। এতে পালসার বাইকটি সম্পূর্ণ ভেঙে যায় এবং মারুতি গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে এর আগেই বোলেরো গাড়ির চালক পালিয়ে যায়। এখনো পর্যন্ত আহত বাইক চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, গোকুলনগর থেকে কমলাসাগর কসবেশ্বরী মন্দির পর্যন্ত নতুন রাস্তা তৈরি হওয়ার পর থেকে যানবাহনের গতি অত্যধিক বেড়ে গেছে, যার ফলে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে মনে করছেন এলাকাবাসী।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version