দিলীপ সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য

1 Min Read

নিজস্ব প্রতিনিধি || বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী তথা প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর বাসভবন চারিপাড়ায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রক্তদান শিবির এবং দরিদ্র নারায়ণ সেবার মতো জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালিত হয়।

এদিন দিলীপ সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁর অগণিত গুণমুগ্ধরা শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা দিলীপ সরকারের কনিষ্ঠ ভগিনী মিনারানী সরকার, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অলক রায়, অভিজিৎ মল্লিক, বাপি দাস, মণ্ডল সভাপতি মণীশ দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত বিধায়কের রাজনৈতিক আদর্শ ও মানবিক গুণাবলীর কথা স্মরণ করে শ্রদ্ধা জানান। বক্তারা উল্লেখ করেন, দিলীপ সরকারের জীবন ও আদর্শ আজও এলাকার মানুষের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। এই উপলক্ষে সকলে তাঁর আত্মত্যাগ ও জনসেবার পথ অনুসরণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version