দিল্লিতে গড়ে উঠছে দেশের প্রথম ই-ওয়েস্ট ইকো পার্ক

1 Min Read

দিল্লিতে উদ্ভাবনের নতুন পথ: দেশের প্রথম ই-ওয়েস্ট ইকো পার্ক হলম্বি কালানে

নিউজ ডেস্ক || দিল্লির হলম্বি কালানে তৈরি হতে চলেছে ভারতের প্রথম ই-ওয়েস্ট ইকো পার্ক, যা ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। ১১.৪ একর জমির উপর নির্মিত এই পার্কে বছরে প্রায় ৫১ হাজার মেট্রিক টন ই-বর্জ্য প্রক্রিয়াকরণের ক্ষমতা থাকবে। পুরনো কম্পিউটার, মোবাইল, টিভি সহ ১০৬ ধরনের ই-বর্জ্য, ভারত সরকারের ২০২২ সালের নিয়ম অনুযায়ী, বিজ্ঞানসম্মতভাবে রিসাইকেল করে পুনরায় ব্যবহারযোগ্য করা হবে।

এই প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে ১৫০ কোটি টাকা, এবং এটি থেকে বছরে আনুমানিক ৩৫০ কোটি টাকার আয়ের সম্ভাবনা রয়েছে। দিল্লির মোট ই-বর্জ্যের প্রায় ২৫ শতাংশ এই পার্কে প্রক্রিয়াকরণ করা যাবে। পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেন, “অগোছালো বর্জ্য ফেলার দিন শেষ। এই পার্ক পরিবেশ, শিল্প ও সমাজের জন্য একটি টেকসই ভবিষ্যৎ গড়বে।”

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে নির্মিত এই পার্কের কাজ ১৮ মাসের মধ্যে সম্পন্ন হবে। আধুনিক রিসাইক্লিং প্রযুক্তি ব্যবহারকারী সংস্থাগুলো এই কাজে অংশ নেবে। শীঘ্রই এর জন্য আন্তর্জাতিক টেন্ডার ডাকা হবে। এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version