দুই সন্তানের জননীকে বহিরাজ্যে পাচারের ঘটনায় অসহায় মা-বাবা সহ তিপা মথা দলের মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলমসহ অন্যান্যরা শুক্রবার বিকেলে বিশালগড় থানায় দারস্ত দেন। পাচার চক্রের হাত থেকে মহিলাকে উদ্ধারের দাবিতে এই আন্দোলনের মধ্য দিয়ে স্থানীয়রা পুলিশের দরজায় হাজির হন।
জানা গেছে, উত্তর চড়িলাম রাজিব কলোনি এলাকার ননী মিয়ার মেয়ে মৈরমা বেগমকে মিথ্যা প্রতিশ্রুতিতে ফাঁসিয়ে পাচারকারীরা বহিরাজ্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায়। মৈরমা বেগম দুই সন্তানের জননী। তার মাকে ফিরে না পাওয়ায় দুই সন্তান বাড়িতে কান্নায় ভেঙে পড়ছেন। পাচারকারীর নাম বাচ্চু মিয়া, পিতার নাম মোঃ মিয়া, বাড়ি বাগমা কড়ুইমুড়া এলাকা।
সূত্র জানায়, মৈরমা বেগমকে আগরতলা খয়েরপুর এলাকার আব্দুল মান্নানের সঙ্গে সামাজিক রীতি মেনে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু স্বামী প্রতিনিয়ত নেশাগ্রস্ত থাকায় সে স্বামীর ঘর ছেড়ে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে উত্তর চড়িলাম রাজিব কলোনিতে কয়েক মাস ধরে বসবাস করছিলেন। এই সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাগমা এলাকার পাচারকারী বাচ্চু মিয়ার সঙ্গে তার যোগাযোগ হয়। বহিরাজ্যে কাজ দেওয়ার নামে প্রলোভিত করে পাচারকারীরা তাকে নিয়ে যায়, যার উদ্দেশ্য ছিল তাকে বিক্রি করা।
এক্ষেত্রে অসহায় মা-বাবা সঙ্গে মথা দলের চেয়ারম্যান শাহ আলমের নেতৃত্বে স্থানীয়রা বিশালগড় থানায় গিয়ে বিস্তারিত অভিযোগ করেন। পুলিশ ঘটনার সন্ধান পেয়ে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। জানা গেছে, বাচ্চু মিয়া ইতিমধ্যে বাংলাদেশ থেকে যুবতীসহ বিভিন্ন মহিলাদের অবৈধভাবে ভারতে নিয়ে এনে হোটেলে বিক্রি করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে।
স্থানীয়রা দাবি করছেন, এই ধরনের পাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং মৈরমা বেগমকে দ্রুত উদ্ধার করা হোক। পুলিশের তদন্তে আরও বিস্তারিত তথ্য প্রকাশিত হতে পারে।