দুর্গাপূজার আগে যানজটমুক্ত আগরতলার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ

1 Min Read
নিউজ ডেস্ক || আজ আগরতলা শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসনে এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। আসন্ন দুর্গাপূজার আগে শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আগরতলার যানজট সমস্যা সমাধানে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্গাপূজার সময় শহরে ভিড় বাড়বে, তাই এখনই কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।” তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে এবং রাস্তার অবকাঠামো উন্নত করতে নির্দেশ দেন।
এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা, পুলিশ মহাপরিদর্শক অনুরাগ, সচিব অভিষেক সিং ও কিরণ গিত্তে, পশ্চিম জেলার জেলা শাসক ডা. বিশাল কুমার, ট্রাফিক এসপি কান্তা জানগির, পশ্চিম জেলার পুলিশ সুপার নামিত পাঠকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, রাস্তার প্রশস্তকরণ, এবং পথচারীদের সুবিধার্থে ফুটপাথ নির্মাণের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে, আগামী দিনগুলোতে সমস্ত দপ্তর সমন্বিতভাবে কাজ করবে এবং নিয়মিত পর্যালোচনার মাধ্যমে অগ্রগতি নিশ্চিত করা হবে।
এই উদ্যোগ আগরতলাবাসীর জন্য একটি সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ যানজটমুক্ত শহর শুধু যাতায়াতকে সহজ করবে না, বরং আসন্ন উৎসবের মরসুমে নাগরিকদের জীবনযাত্রার মানও উন্নত করবে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version