দুর্গাপূজার আগে শ্রমিকদের বোনাস ও মজুরির দাবিতে সিআইটিইউ-র বিক্ষোভ

2 Min Read
নিউজ ডেস্ক || আসন্ন দুর্গাপূজার আগে শ্রমিকদের বোনাস ও মজুরির দাবিতে সরব হয়েছে বামপন্থী শ্রমিক সংগঠন সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (সিআইটিইউ)। আজ আগরতলায় শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে সিআইটিইউ-র পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সিআইটিইউ-র নেতা মানিক দে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দুর্গাপূজার অন্তত ১৫ দিন আগে শ্রমিকদের বোনাস মিটিয়ে দেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে শ্রম দপ্তরের কাছে লিখিত দাবি জানানো হয়েছিল। ইতিমধ্যে বেশিরভাগ শ্রমক্ষেত্রে উৎসবের ১০ দিন আগে নির্ধারিত হারে বোনাস দেওয়ার জন্য ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত কোনো মালিকপক্ষ চুক্তি অনুযায়ী বোনাস মেটানোর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। এই বিষয়ে শ্রম দপ্তরের কোনো কার্যকর ভূমিকা লক্ষ্য করা যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
মানিক দে আরও জানান, বিগত বছরগুলিতে অনেক মালিকপক্ষ শ্রমিকদের বোনাস একেবারেই দেয়নি, আবার কেউ কেউ চুক্তির শর্ত উপেক্ষা করে নিজেদের ইচ্ছামতো বোনাস প্রদান করেছেন। কাজ হারানোর ভয়ে শ্রমিকরা এর প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। শ্রম দপ্তর এই বিষয়ে সম্পূর্ণরূপে ওয়াকিবহাল থাকলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
এছাড়াও, তিনি জানান, রাজ্যের বিভিন্ন ব্লক কর্তৃপক্ষ, আগরতলা পৌর নিগম এবং অন্যান্য পৌর সংস্থাগুলি রেগা ও টুয়েপ শ্রমিকদের ন্যূনতম কাজ দিয়ে তাদের মজুরি পরিশোধ করছে না। এই পরিস্থিতিতে, শ্রমিকদের অধিকার রক্ষার স্বার্থে সিআইটিইউ শ্রম দপ্তরের কাছে চুক্তি অনুযায়ী যথাসময়ে বোনাস প্রদান এবং রেগা ও টুয়েপ শ্রমিকদের মজুরি দুর্গোৎসবের আগে মিটিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version