‘দুর্নীতিগ্রস্ত’ তকমায় হাই কোর্টে প্রার্থীদের মামলা, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের দাবি

1 Min Read
নিউজ ডেস্ক || পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (ডব্লিউবিএসএসসি) কর্তৃক ‘দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য’ ঘোষিত প্রায় ৩৫০ জন প্রার্থী সোমবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন। তাঁরা আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি চেয়েছেন। এই প্রার্থীরা দাবি করেছেন, কমিশন নিয়ম না মেনে তালিকা প্রকাশ করেছে এবং তালিকায় ভুল রয়েছে। তাঁরা নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে বলেছেন, তাঁদের অন্যায়ভাবে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে গত সপ্তাহে ডব্লিউবিএসএসসি ১,৮০৬ জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করে, যাঁদের ‘দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের অধিকার নেই বলে কমিশন স্পষ্ট জানিয়েছে। এই নির্দেশের বিরুদ্ধেই প্রার্থীরা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। জাস্টিস সৌমেন ভট্টাচার্যের এজলাসে মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।
এদিকে, এই ইস্যুতে রাজনৈতিক তরজাও তুঙ্গে। তালিকায় শাসক দল তৃণমূল কংগ্রেসের কয়েকজন ঘনিষ্ঠ বা আত্মীয়ের নাম উঠে আসায় বিরোধী দলগুলো, বিশেষত বিজেপি, তৃণমূলকে কটাক্ষ করেছে। পাল্টা তৃণমূলও বিজেপির বিরুদ্ধে প্রত্যাঘাত করেছে, যার ফলে রাজনৈতিক চাপানউতোর আরও জোরদার হয়েছে।
এই মামলার রায় এবং আসন্ন নিয়োগ পরীক্ষার প্রক্রিয়া নিয়ে সবার দৃষ্টি এখন হাই কোর্টের দিকে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version