দেড় বছরেই বিধায়ক হোস্টেলের বেহাল দশা, নির্মাণের গুণমান নিয়ে উঠছে প্রশ্ন

1 Min Read

নিউজ ডেস্ক || রাজ্যের সাধারণ প্রশাসনিক দপ্তরের অধীনে নির্মিত বিধায়ক হোস্টেলের নির্মাণ কাজের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে। মাত্র দেড় বছরের মধ্যেই হোস্টেলের ছাদে ফাটল ধরে জল পড়া শুরু হয়েছে, দরজা-জানালার অবস্থাও নাজেহাল। এই করুণ চিত্র সামনে আসতেই শান্তিরবাজারের শাসক দলের বিধায়ক প্রমোদ রিয়াং নির্মাণের মান নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক প্রমোদ রিয়াং বলেন, “মাত্র দেড় বছরে হোস্টেলের এই অবস্থা হলে ভবিষ্যতে এখানে থাকা সম্ভব হবে না। ছাদে ফাটল, বৃষ্টির সময় ঘরে জল পড়া, দরজা-জানালার নিম্নমানের কাজ—এসব অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।” তিনি আরও জানান, বিধায়কদের থাকার জায়গার এমন দশা হলে অন্যান্য দপ্তরের কাজের মান কতটা খারাপ হতে পারে, তা সহজেই অনুমান করা যায়। তিনি সাধারণ প্রশাসনিক দপ্তরের ঠিকাদারি কাজ ও প্রকৌশল বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বিধায়ক হোস্টেল রাজ্যের রাজনীতিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসন প্রকল্প। কিন্তু এত অল্প সময়ে ভবনের এই দুরবস্থা সাধারণ মানুষের পাশাপাশি বিধায়কদের মধ্যেও বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। এই ঘটনায় প্রশাসনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিধায়কের সরব হওয়ায় বিষয়টির তদন্ত ও দায়িত্ব নির্ধারণের দাবি জোরালো হচ্ছে।

রাজ্যের করদাতাদের অর্থে নির্মিত এই গুরুত্বপূর্ণ ভবনের দ্রুত সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন অনেকে। বিষয়টি নিয়ে সরকার কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর রাখছে রাজ্যবাসী।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version