নিউজ ডেস্ক || পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। শুক্রবার, ৮৭ বছর বয়সে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যার পাশাপাশি সিরোসিস অফ লিভারে ভুগছিলেন এই কিংবদন্তি অভিনেতা, যা তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতির কারণ হয়ে দাঁড়ায়। গত ২১ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে, হৃদ্রোগজনিত সমস্যায় প্রয়াত হন তিনি।
শনিবার মুম্বইয়ের পবন হংস শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। চোখের জলে তাঁকে বিদায় জানান অগণিত অনুরাগী। শেষযাত্রায় উপস্থিত ছিলেন অভিনেতা বিন্দু দারা সিং ও সঙ্গীত পরিচালক অনু মালিক। বিন্দু দারা সিং শ্রদ্ধা জানিয়ে বলেন, “মনোজ কুমার হলেন ভারতের গর্ব, সম্মান এবং গৌরব – তিনিই ছিলেন সবকিছু। সবাই তা জানে।”
১৯৩৭ সালে পঞ্জাবি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। তাঁর পিতৃদত্ত নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী। ১৯৫৭ সালে বলিউডে পা রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর প্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।