নিউজ ডেস্ক || ধর্মনগর মহকুমার সোনারেরবাসা এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে ধর্মনগর থানার পুলিশ। শনিবার ভোররাত প্রায় তিনটার সময় এসডিপিও ও ওসির নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে হেলাল মিয়ার বাড়ি থেকে ৭,৮০০ ইয়াবা ট্যাবলেট, একটি পিস্তল এবং চারটি তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হেলাল মিয়ার বাড়িতে মাদক মজুতের খবর আগেই তাদের কাছে ছিল। অভিযানের সময় হেলাল মিয়ার স্ত্রী মামন বেগমকে গ্রেফতার করা হয় এবং তাকে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়। উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায় সাংবাদিকদের কাছে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই ঘটনায় এলাকায় মাদক ব্যবসার নেটওয়ার্ক নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।