ধর্মনগরে পুলিশের বড় সাফল্য: ৭০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার

2 Min Read
নিউজ ডেস্ক || আজ সকাল আটটা নাগাদ ধর্মনগর মহকুমার অন্তর্গত কৈলাশহর রোডের আনন্দবাজার নাকা পয়েন্টে পুলিশের অভিযানে প্রায় ৭০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার হয়েছে। দীর্ঘদিন ধরে ধর্মনগর-কৈলাশহর জাতীয় সড়ক ব্যবহার করে পাচারকারীরা অবৈধ পণ্য পরিবহন করে আসছিল। এবার পুলিশের কঠোর নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে এই বড় ধরনের সাফল্য অর্জিত হল।
ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি. জুরিমপুইয়ার নেতৃত্বে ধর্মনগর থানার পুলিশবাহিনী আনন্দবাজার নাকা পয়েন্টে অভিযান চালায়। এ সময় একটি বলেরো পিকআপ ভ্যান আটক করা হয়, যেখান থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। তবে অভিযানের মুখে গাড়ির চালক পালিয়ে যায়। উদ্ধারকৃত এই অবৈধ সিগারেটগুলি ধর্মনগর আরক্ষা দপ্তর থেকে আদালতে পাঠানো হবে এবং পরবর্তীতে কাস্টমস দপ্তরের হাতে হস্তান্তর করা হবে।
সূত্রের খবর, গত কয়েক বছর ধরে ধর্মনগর ও পানিসাগর থানার সীমান্ত এলাকা দিয়ে বার্মিজ সিগারেট পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই সিগারেটগুলি রাজ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং পরে বাংলাদেশে পাচার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দামছড়া এলাকার কয়েকজন ব্যবসায়ী এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন, যার কারণে পুলিশ প্রায়ই গোপন তথ্য পাওয়া সত্ত্বেও পদক্ষেপ নিতে বাধার সম্মুখীন হয়।
অভিযানের সাফল্যের খবর পেয়ে ধর্মনগর আরক্ষা দপ্তরে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা। তিনি জানান, গোপন সূত্র থেকে আগাম তথ্য পাওয়া গিয়েছিল যে সকালে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট কৈলাশহরের দিকে পাচার হবে। সেই মোতাবেক নাকা পয়েন্টে পুলিশ অবস্থান নিয়ে গাড়িটি আটক করে এবং সিগারেট উদ্ধার করে।
এই অভিযান ধর্মনগর থানার পুলিশের জন্য দীর্ঘদিন পর একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। পুলিশের এই কঠোর পদক্ষেপ অবৈধ পাচারের বিরুদ্ধে আরও কঠোর নজরদারির ইঙ্গিত দিচ্ছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version