নিউজ ডেস্ক || ত্রিপুরার ধর্মনগর–আগরতলা রেলপথে পিকেটারদের অবরোধের জেরে ২৩ অক্টোবর, ২০২৫ থেকে ট্রেন পরিষেবায় ব্যাপক বিঘ্ন ঘটেছে। উত্তর–পূর্ব সীমান্ত রেলের তথ্য অনুযায়ী, সকাল ৭টা ২৫ মিনিট থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে একাধিক যাত্রীবাহী ট্রেন বাতিল, সংক্ষিপ্ত রুটে পরিচালিত বা নিয়ন্ত্রিত করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিম্নলিখিত ট্রেনগুলিতে পরিবর্তন আনা হয়েছে:
- ট্রেন নং ৫৫৬৭৬ (ধর্মনগর–আগরতলা প্যাসেঞ্জার): আমবাসা পর্যন্ত চলবে, আমবাসা–আগরতলা অংশে বাতিল।
- ট্রেন নং ১৫৬৬৪ (শিলচর–আগরতলা এক্সপ্রেস): করিমগঞ্জ পর্যন্ত চলবে, করিমগঞ্জ–আগরতলা অংশে বাতিল।
- ট্রেন নং ১৫৬৬৩ (আগরতলা–শিলচর এক্সপ্রেস): আগরতলা থেকে নয়, করিমগঞ্জ থেকে যাত্রা শুরু করবে।
- ট্রেন নং ৭৫৬৮৪ (আগরতলা–সাবরুম ডেমু) ও ৭৫৬৮৩ (সাবরুম–আগরতলা ডেমু): সম্পূর্ণ বাতিল।
- ট্রেন নং ৭৫৬৭৯ (আগরতলা–করিমগঞ্জ ডেমু) ও ৭৫৬৮০ (করিমগঞ্জ–আগরতলা ডেমু): সম্পূর্ণ বাতিল।
- ট্রেন নং ০৭০৩০ (চারলাপল্লি–আগরতলা স্পেশাল): ধর্মনগরে নিয়ন্ত্রিত।
- ট্রেন নং ১৩১৭৪ (সাবরুম–শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস): আগরতলায় নিয়ন্ত্রিত।
- ট্রেন নং ১২৫২০ (আগরতলা–লোকমান্য তিলক টার্মিনাস সুপারফাস্ট): জিরানিয়ায় নিয়ন্ত্রিত।
রেল সূত্রে জানা গিয়েছে, অবরোধের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। যাত্রীদের অসুবিধার জন্য রেল কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে।
