নকশাল-মুক্ত ভারত অভিযানে আবাও বড় সাফল্য, এনকাউন্টারে মৃত্যু ১৬ মাওবাদীর

By onlinenews tripura 1 Min Read

নিউজ ডেস্ক ।। ছত্তিশগড়ে নকশাল-মুক্ত ভারত অভিযানে আরও একটি বড় সাফল্য মিলেছে। শনিবার সুকমা-দান্তেওয়াড়া সীমানায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ে ১৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এই এনকাউন্টারে দু’জন ডিআরজি (ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড) জওয়ান সামান্য আহত হয়েছেন, তবে তাঁরা বর্তমানে বিপদমুক্ত। শনিবার সকাল থেকে সুকমা জেলার উপমপল্লী কেরলাপাল এলাকায় শুরু হওয়া এই গুলির লড়াই এখনও চলছে বলে জানা গেছে।

সুকমার পুলিশ সুপার কিরণ গঙ্গারাম চাভান জানিয়েছেন, এই অভিযানে এখনও পর্যন্ত ১৬ জন মাওবাদীর মৃত্যু নিশ্চিত হয়েছে। ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল, এসএলআর, ইনসাস রাইফেল, রকেট লঞ্চার, বিস্ফোরক এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, “১৬ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে এবং আহত দু’জন জওয়ানের চিকিৎসা চলছে।”

নিরাপত্তা বাহিনীর এই অভিযান এখনও অব্যাহত রয়েছে। মাওবাদীদের বিরুদ্ধে ক্রমাগত অভিযানের মাধ্যমে ছত্তিশগড়ে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও জোরদার হচ্ছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version