নেতাজির মূর্তি নিয়ে বিতর্ক: বিশালগড়ে জনমানসে ক্ষোভ, নতুন মূর্তির দাবি

2 Min Read

বিশালগড়ে নেতাজির মূর্তি নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষ, সঠিক প্রতিকৃতির দাবিতে সরব স্থানীয় জনগণ

নিজস্ব প্রতিনিধি ৷৷ বিশালগড় ব্রীজ চৌমুহনী সংলগ্ন এলাকায় বিশালগড় নগর পঞ্চায়েতের উদ্যোগে বহু বছর আগে স্থাপন করা নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি নিয়ে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ, মূর্তিটির মুখাবয়ব নেতাজির প্রকৃত চেহারার সঙ্গে কোনো মিল বহন করে না, যা মহান এই স্বাধীনতা সংগ্রামীর প্রতি অসম্মান প্রদর্শনের সমতুল্য।
বিশালগড় বাজার থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা একবাক্যে দাবি করছেন, মূর্তিটি নেতাজির প্রকৃত রূপের প্রতিফলন নয়। স্থানীয়দের মতে, যে ছবির আদলে এই মূর্তি নির্মিত হয়েছে, তা নেতাজির চেহারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে এটি জনমানসে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং নেতাজির ঐতিহাসিক গুরুত্ব ও ব্যক্তিত্বকে অসম্মান করছে।
স্থানীয় বাসিন্দা রমেন দেবনাথ বলেন, “নেতাজির মতো একজন মহান ব্যক্তিত্বের মূর্তি এভাবে বিকৃত আকারে রাখা ইতিহাসের প্রতি অবিচার। এটি আমাদের আগামী প্রজন্মের কাছে ভুল বার্তা পৌঁছে দেবে।” আরেক বাসিন্দা মিতা সাহা বলেন, “আমরা চাই, প্রশাসন অবিলম্বে এই মূর্তি সরিয়ে নেতাজির সঠিক প্রতিকৃতির একটি নতুন মূর্তি স্থাপন করুক।”
প্রতিবাদকারীদের দাবি, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের জন্য প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক। তাঁরা জানিয়েছেন, বর্তমান মূর্তিটি সরিয়ে নেতাজির প্রকৃত রূপের সঙ্গে মিল রেখে একটি নতুন মূর্তি স্থাপন করা এখন সময়ের দাবি।
এই বিষয়ে বিশালগড় নগর পঞ্চায়েতের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জনগণের অভিযোগের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং এটি নিয়ে আলোচনা চলছে। তবে, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
নেতাজির প্রতি শ্রদ্ধা ও তাঁর ঐতিহাসিক গুরুত্ব রক্ষার্থে স্থানীয় জনগণ এখন প্রশাসনের কাছ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version