নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা বিরোধী দলের নেতিবাচক চিন্তাধারার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, বিরোধীরা রাজ্য সরকারের ভালো কাজগুলোকে স্বীকৃতি না দিয়ে শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করছে। এই মনোভাব না বদলালে রাজ্যের উন্নয়ন ব্যাহত হবে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বিভাগকে আরও শক্তিশালী করতে নতুন করে ৯৭৫ জন পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য অফার লেটার বিতরণ করা হয়েছে। এটি ত্রিপুরা পুলিশের জন্য একটি মাইলফলক। তিনি বলেন, “পুলিশের কাজে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। আইনের শাসন আরও দৃঢ় করতে পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এজন্য নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে।”
যদিও বিরোধী দল দাবি করছে, রাজ্যে আইনের শাসন নেই এবং তাদের নেতা-কর্মীরা পুলিশের সামনে আক্রান্ত হচ্ছেন। মুখ্যমন্ত্রী এই অভিযোগকে নেতিবাচক চিন্তাধারার ফল বলে উড়িয়ে দেন। তিনি বিরোধীদের উদ্দেশে বলেন, “রাজ্যের উন্নয়নের স্বার্থে নেতিবাচক মনোভাব ত্যাগ করে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।”