নিজস্ব প্রতিনিধি || বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে আজ আগরতলার লক্ষী নারায়ণ বাড়ি উৎসবের আমেজে মুখরিত। সকাল থেকেই এখানে হালখাতার জন্য উপচে পড়া ভিড় দেখা গেছে। ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ও পরিবারের মঙ্গল কামনায় লক্ষ্মী-গণেশ পূজায় মেতেছেন ভক্তরা।
লক্ষী নারায়ণ বাড়ির চত্বরে দর্শনার্থীদের ঢল নেমেছে। অনেকেই ব্যবসার উন্নতির জন্য খাতা পূজোর আয়োজন করেছেন। নতুন খাতায় পূজো দিয়ে ব্যবসা শুরু করার রীতি পালন করেছেন ব্যবসায়ীরা। পাশাপাশি, পরিবারের শান্তি ও সমৃদ্ধির জন্যও পূজো দিয়েছেন অনেকে।
এদিকে, পয়লা বৈশাখ উপলক্ষে লক্ষী নারায়ণ মন্দিরের সামনে শুরু হয়েছে প্রাণবন্ত মেলা। ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে ক্রেতাদের আকর্ষণ করছেন। মিষ্টি থেকে শুরু করে হস্তশিল্পের পণ্য, সবই মিলছে এই মেলায়।
পয়লা বৈশাখের এই উৎসব আগরতলার বাঙালি সম্প্রদায়ের মধ্যে নতুন উদ্যম ও আনন্দের সঞ্চার করেছে।