পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলে জঙ্গলরাজের অবসান হবে: মুখ্যমন্ত্রী মানিক সাহা

2 Min Read
নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা দাবি করেছেন, আগামীতে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠন করবে এবং সেখানকার “জঙ্গলরাজের” অবসান ঘটাবে। একইসঙ্গে তিনি ইউপিএ শাসনকালকে “দুর্নীতি ও কেলেঙ্কারির যুগ” বলে সমালোচনা করেন। সোমবার টাকারজলায় বিজেপির যোগদান সভায় এই মন্তব্য করেন তিনি।
সভায় ৪২টি পরিবারের ১৩৫ জন ভোটারকে দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যারা আজ যোগদান করেছেন, আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে আমাদের পার্টি আরও শক্তিশালী হবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, উত্তর-পূর্বের উন্নয়নের জন্য আলাদা ডোনার মন্ত্রক গঠন করা হয়েছে এবং জনজাতি কল্যাণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ইউপিএ সরকারের সময়কে “শুধু দুর্নীতি আর দুর্নীতি” বলে বর্ণনা করে ডাঃ সাহা বলেন, “২০১৪-র আগে দেশে ও উত্তর-পূর্বে অশান্তি ছিল। বিজেপি ক্ষমতায় আসার পর সবকিছু বদলে গেছে।” বিহারের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এনডিএ সরকার আসার পর সেখানে “গুণ্ডাগিরি ও জঙ্গলরাজ” দূর হয়েছে। একইভাবে পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার গঠন করলে শান্তি ফিরবে বলে তিনি আশাবাদী।
ত্রিপুরায় যারা এখনও “ভুলপথে” রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এখনও সময় আছে, বিজেপিতে যোগ দিন। আপনাদের জন্য দরজা খোলা আছে।” সিপিএম শাসনকালের “খুন, সন্ত্রাস ও অগ্নিসংযোগের” কথাও তিনি স্মরণ করান।
সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, সিপাহীজলা জেলা উত্তর জোন সভাপতি বিপ্লব চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আগামীকাল বিহারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী সাহা। পশ্চিমবঙ্গে ২০২৬-র বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এই আগ্রাসী প্রচার রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল বলে মনে করা হচ্ছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version