পশ্চিম আগরতলায় পুলিশ অভিযান: উদ্ধার ৫টি চুরির বাইক ও একটি সাইকেল, আটক ৪ যুবক

1 Min Read

নিউজ ডেস্ক || পশ্চিম আগরতলা থানার পুলিশ একটি সফল অভিযান চালিয়ে চুরির ৫টি মোটরবাইক এবং একটি সাইকেল উদ্ধার করেছে। এই ঘটনায় চার যুবককে আটক করা হয়েছে, যারা চুরির চক্রের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে।

ঘটনার বিবরণ অনুসারে, গত ১২ ডিসেম্বর লেক চৌমুহনী এলাকায় একটি বাইক চুরির অভিযোগ দায়ের করা হয়। এছাড়া গত কয়েক মাসে লঙ্কামুড়া, রামনগর এবং জয়নগরের মতো বিভিন্ন এলাকায় একাধিক বাইক চুরির ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং একজনকে আটক করে। তার জিজ্ঞাসাবাদে চুরির চক্রের অন্য সদস্যদের সন্ধান পাওয়া যায়।

আটক যুবকরা হলেন রাজু শুক্ল দাস, প্রদীপ নমঃ, বিষ্ণু দেবনাথ এবং সুরজিৎ দেবনাথ। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্থান থেকে চুরির যানবাহনগুলি উদ্ধার করে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃতদের রিমান্ডের জন্য আজ আদালতে পেশ করা হবে।
এই অভিযান এলাকায় যানবাহন চুরির প্রবণতা কমাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। পুলিশের এই সক্রিয়তা স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা বাড়াবে এবং ভবিষ্যতে অনুরূপ অপরাধ রোধে ভূমিকা পালন করবে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version