নিউজ ডেস্ক || আজ সারা রাজ্যের সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলায় ভূমিধস ও বন্যা মোকাবিলায় এক বৃহৎ মহড়া অনুষ্ঠিত হয়। আগরতলার হাঁপানিয়া মেলা প্রাঙ্গণের মাল্টিপারপাস হলে স্থাপিত স্টেজিং এরিয়ায় এই মহড়ার মূল কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে সাতটা থেকে জেলা প্রশাসন, অগ্নি নির্বাপক ও জরুরী পরিষেবা, এনডিআরএফ, এসডিআরএফ, পূর্ত দপ্তর, আসাম রাইফেলস, পানীয়জল, স্বাস্থ্য, পুলিশ, বিদ্যুৎ, বিএসএফ, সিআরপিএফ, এনএসএস, এনসিসি-র জওয়ানসহ প্রায় ১৫০০ জন এই মহড়ায় অংশ নেন।
স্টেজিং এরিয়া থেকে অংশগ্রহণকারীরা নির্দিষ্ট মহড়া স্থানে পৌঁছান। পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলাশাসক ডা. বিশাল কুমার জানান, জেলার মোট ১২টি স্থানে এই মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিধস মোকাবিলার মহড়া হয় মান্দাই ব্লকের ডনবস্কো স্কুল, বেলবাড়ি ব্লকের সতীশ ব্রিক ফিল্ড এবং হেজামারা ব্লকের সুবল সিং-এ। বন্যা মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয় পূর্ব নোয়াগাঁও, গামছা কোবরা ভিলেজ, বড়জলা বীনাপানি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়, রাধাছড়া পঞ্চায়েত, ভাগলপুর গ্রাম পঞ্চায়েতের লেক, বিদ্যাসাগর লেক, আনন্দনগর বোট পার্ক, এমবিবি কলেজ লেক এবং আইজিএম হাসপাতালে। এই মহড়ায় আইজিএম হাসপাতালকে নোডাল হাসপাতাল হিসেবে পরিণত করা হয়।মহড়া পরিদর্শন করেন এনডিএমএ-র মেজর জেনারেল সুধীর বাহি (অবসরপ্রাপ্ত) এবং রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে। এছাড়া, স্টেজিং এরিয়া ও মহড়া স্থানে উপস্থিত ছিলেন জেলাশাসক ডা. বিশাল কুমার, মহকুমা শাসক এবং বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ।
জেলাশাসক জানান, সকল জওয়ান, আধিকারিক এবং উপস্থিত ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় এই মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এই মহড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রস্তুতি ও সমন্বয়কে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।