পহেলগাম হামলার জবাব দেবে ভারত, ন্যায়বিচারের আশ্বাস মোদীর

নিউজ ডেস্ক || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১২১-তম পর্বে তিনি বলেন, “২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলা দেশের প্রতিটি নাগরিকের মনে গভীর শোক সঞ্চার করেছে। শোকাহত পরিবারের বেদনা প্রতিটি ভারতীয় অনুভব করছে। আমি শোকসন্তপ্ত পরিবারগুলিকে আশ্বস্ত করছি, তাঁরা ন্যায়বিচার পাবেন। এই হামলার পেছনের অপরাধী ও মূল পরিকল্পনাকারীদের উপযুক্ত জবাব দেওয়া হবে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “রাজ্য বা ভাষা নির্বিশেষে, এই হামলায় প্রিয়জন হারানো পরিবারগুলির শোক প্রতিটি ভারতীয় ভাগ করে নিচ্ছে।” তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী প্রয়াত বিশিষ্ট বিজ্ঞানী ডঃ কে. কস্তুরীরঙ্গনের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, “দুই দিন আগে আমরা ডঃ কস্তুরীরঙ্গনকে হারিয়েছি। তাঁর সঙ্গে আলোচনায় ভারতের যুব প্রতিভা, আধুনিক শিক্ষা ও মহাকাশ বিজ্ঞানের বিষয়গুলি উঠে আসত। বিজ্ঞান, শিক্ষা এবং ভারতের মহাকাশ কর্মসূচিতে তাঁর অবদান চিরস্মরণীয়।”

প্রধানমন্ত্রীর এই বক্তব্য পহেলগাম হামলার প্রতি সরকারের দৃঢ় প্রতিক্রিয়া এবং দেশের মহাকাশ গবেষণায় অবদানকারী বিজ্ঞানীদের প্রতি শ্রদ্ধার বার্তা বহন করে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version