পহেলা বৈশাখের উৎসবে আগরতলার বাজারে ইলিশের জোয়ার!

1 Min Read

নিজস্ব প্রতিনিধি || বঙ্গাব্দের সূচনায় পহেলা বৈশাখকে ঘিরে আগরতলায় নববর্ষবরণের উৎসব তুঙ্গে। বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবে রাজধানী আগরতলার বাজারগুলোতে দেখা যাচ্ছে প্রচুর উৎসাহ-উদ্দীপনা। মানুষের বিশ্বাস, বছরের প্রথম দিন ভালোভাবে শুরু হলে সারা বছরই সুখ-সমৃদ্ধি বয়ে আনে। তাই নববর্ষের আনন্দকে দ্বিগুণ করতে বাজারগুলোতে মাছ, মাংস, দই ও মিষ্টির চাহিদা তুঙ্গে।

বিশেষ করে ইলিশ মাছের কদর এবার আকাশছোঁয়া। আগরতলাসহ রাজ্যের প্রতিটি বাজারে ইলিশের পাশাপাশি অন্যান্য মাছ ও মাংসও বিক্রি হচ্ছে প্রচুর। বাজারে ইলিশের ওজন মোটামুটি দেড় থেকে দুই কেজির মধ্যে রয়েছে, আর দাম পড়ছে প্রতি কেজি ১৫০০ টাকা। এছাড়াও দই ও নানারকম মিষ্টি দিয়ে ঘরে ঘরে চলছে নববর্ষের প্রস্তুতি।

আগরতলার বাজারে ক্রেতা-বিক্রেতার এই জমজমাট ভিড় আর ঐতিহ্যের ছোঁয়ায় পহেলা বৈশাখের উৎসব হয়ে উঠেছে আরও রঙিন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version