পাকিস্তানের সন্ত্রাসী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের কড়া হুঁশিয়ারি: আইএমএফ-এর কাছে রাজনাথের আবেদন

নিউজ ডেস্ক || ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের পরিকাঠামো পুনর্গঠনের গুরুতর অভিযোগ তুলে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)-এর কাছে পাকিস্তানকে দেওয়া ১ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সাহায্য পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন। গুজরাটের ভুজ বিমানবাহিনী ঘাঁটিতে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
রাজনাথ সিং স্পষ্টভাবে বলেন, “পাকিস্তান সরকার জইশ-ই-মহম্মদের প্রধান ও রাষ্ট্রসঙ্ঘ স্বীকৃত সন্ত্রাসবাদী মাসুদ আজহারের জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ করছে। এছাড়া লস্কর-ই-তইবা ও জইশ-এর মুরিদকে ও বাহাওয়ালপুর ঘাঁটি পুনর্গঠনের জন্যও অর্থ সরবরাহ করছে ইসলামাবাদ। এই পরিস্থিতিতে আইএমএফ-এর আর্থিক সাহায্য পরোক্ষভাবে সন্ত্রাসবাদে তহবিল জোগানোর সমতুল্য।” তিনি প্রশ্ন তুলে বলেন, “এই অর্থ সাহায্য কি আইএমএফ-এর পক্ষ থেকে সন্ত্রাসবাদে পরোক্ষ সমর্থন নয়? ভারত আইএমএফ-কে অর্থ দেয়, তাই আমরা দাবি করছি, এই টাকা যেন পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহৃত না হয়।”
‘অপারেশন সিঁদুর’-এর উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী জানান, এই অভিযান এখনও শেষ হয়নি। তিনি বলেন, “আমাদের পূর্ববর্তী আঘাত ছিল কেবল ট্রেলার, প্রয়োজনে পুরো ছবি দেখানো হবে। নতুন ভারতের নীতি হল সন্ত্রাসবাদকে আক্রমণ ও নির্মূল করা।” তিনি জানান, ভারতীয় বায়ুসেনা মাত্র ২৩ মিনিটে পাকিস্তান ও পিওকে-র সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে, যা বিশ্বকে ভারতের শক্তির পরিচয় দিয়েছে।
রাজনাথ সিং আরও বলেন, ভারতীয় যুদ্ধবিমান এখন সীমান্ত অতিক্রম না করেই পাকিস্তানের যেকোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। তিনি ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্রের প্রশংসা করে ব্রহ্মোস মিসাইল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ডিআরডিও-র রাডার সিস্টেমের উল্লেখ করেন। তিনি বলেন, “ভারত এখন আমদানি করা অস্ত্রের উপর নির্ভর করে না। আমাদের আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা এখন বিশ্বমানের।”
শ্রীনগরের বাদামিবাগ সেনা ঘাঁটি ও ভুজের বিমানবাহিনী ঘাঁটিতে সৈনিকদের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন, “ভারতের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত। আমাদের সৈনিকদের দেশপ্রেম ও উৎসাহ দেখে গর্বে বুক ভরে যায়।” তিনি ভুজকে ১৯৬৫, ১৯৭১ এবং বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়ের প্রতীক হিসেবে উল্লেখ করেন।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ভারতীয় সেনাবাহিনী, সরকার ও জনগণ একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে। আমরা এই উপমহাদেশ থেকে সন্ত্রাসবাদকে সম্পূর্ণ নির্মূল করব।” তিনি পহেলগামে শহিদ নিরীহ মানুষ ও ‘অপারেশন সিঁদুর’-এ শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহত সৈনিকদের দ্রুত আরোগ্য কামনা করেন।
অনুষ্ঠানে বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং সহ উচ্চপদস্থ বিমানবাহিনী আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version